মাঝে মাঝে খুব একা লাগে- খুব একা
তখন চারপাশের মানুষগুলোকে নিষ্ঠুর
মনে হয়।তখন প্রবল বাতাসের ঝড়কেও
গুমোট মনে হয়।তখন হাজার জনতার


স্রোতকেও স্রেফ বিস্মৃত ঢেউ মনে হয়।
মনে হয় আমি যেন অকৃপণ পৃথিবীর
রক্তাক্ত আঁচড়ের শিকার! এর মাঝে হায়!
তবু তোমার ভালোবাসার খোঁজে পড়ে থাকে


অবুঝ মন আমার। আসলে তুমি আসবে কি?
আসবে কি ফিরে আমার হৃদয়ের আঙ্গিনায়?
বড় একা লাগে তুমিহীনা সময়গুলো
বড় কষ্টে বেঁচে আছি শুধু তোমার ভাবনায়।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৫-০৩-১৯