কুসুমের মতো প্রস্ফুটিত হয় বেদনা
তারপর জেগে ওঠে তারা বুকে
ধীরে ধীরে বুকের চারপাশে
অস্বিত্বের সবগুলো সীমায়;
অকস্মাৎ রক্তাক্ত করে
জীবনের সব পদচারণা।


কেবল তোমার নয়নজল
এসব বেদনার অনুঘটক,
কেবল তোমার হাসিমুখ
ভেঙে দেয় কষ্টের সমগ্র ভারী পাহাড়।


ইস্কাটন, ঢাকা, বিকেল, ২৭ ডিসেম্বর’১৮