খুব কাছ থেকে দেখেছি মানুষ আমি
দূর থেকে দেখেছি
খুব কাছ থেকে চিনেছি মানুষ আমি
দূর থেকে জেনেছি।


মানুষকে কাছে ডেকে ভালোবেসে দেখেছি
মানুষকে ঘৃণা করে দূরে সরিয়ে দেখেছি
ভাত দিয়ে ঘাম মুছে স্নেহ করে দেখেছি
বুকের পাঁজরে পুষে ভাই বলেও ডেকেছি


এই মানুষের জন্য নিজের কলিজাকে কাবাব করে রেঁধেছি
এই মানুষের জন্য সহস্রবার মৃত্যু নিয়ে রাজপথে খেলেছি
তবু আমি মানুষ দেখিনি- তবু আমি মানুষ পাইনি-
তবু চারিদিকে মানুষ- তবু চারিদিকে হতাশা শুধু


একদিন-
চুম্বণ দিয়ে ভালোবেসে এই মানুষের গালে পেয়েছি বুনো শুকরের কটুগন্ধ
লাল ঠোট চুষতে গিয়ে পেয়েছি দেখা বন্যশাপদের লকলকে জিহ্বার সন্ধান


এই মানুষেরা মানুষ নয়- না না, মানুষ নয়
এরা আদৌ মানুষ হতে পারে কি?


ইস্কাটন, ঢাকা, রাত, ২১/০৩/১৯