মন কখনো
মনের মধ্যে চড়ুইভাতি খেলে
মন কখনো
মন ভুলে- মনের মধ্যে গেলে।



মন কখনো
ঘুড়ি হয় শূন্য আকাশ পানে
মন কখনো
স্বপ্ন দেখে তোমার আহবানে।



মন কখনো
অবুঝ হয় তোমার বিষয় এলে
মন কখনো
বুক ভেঙে দেয়- ভাসে আঁখি জলে।



মন কখনো
মন হারা হয়- মন উদাসী হলে
মন কখনো
মনে মনে চড়ুইভাতি খেলে।


ইস্কাটন, ঢাকা, রাত, ৪ ডিসেম্বর’১৮