পবিত্র পাপ হতে ফিরে থেকে
শিষ্ট কী থাকে জীবনে আর?
চুম্বণ ও যৌন ব্যাকুলতা ছাড়াও
স্মিত হাসির জন্য অন্তত দরকার।


বিশ্বাস, যদিও আদিপাপী তারা
অনাদির স্ফূলিঙ্গ- করে ছারখার!
পুরষ হৃদয়ে তবু সদা ভাস্বর।
সে-পরিযায়ী ভিন্ন কী আছে বলার?


সোহাগে শ্রেষ্ঠ তারা প্রেমে বলীয়ান
নারীই মাতা স্ত্রী ভগিনী কন্যা সমান
ধরার ফুল তারা- সজীব সুন্দর
তার মতো কে আছে- কে বা আর!


ইস্কাটন, ঢাকা, রাত, ১৪ মে ’১৯