নীল সমুদ্র হতেও কখনো নীল হয় কষ্ট
নীল নদ হতেও কখনো দীর্ঘ হয় বেদনা
বৈশাখীর রুদ্র মেঘরাশিও কখনো হটাৎ
নতজানু হয় হৃদয়-তুফানের কাছে এসে।


তোমার তুমি আর আমাদের ভালোবাসা
দিয়েছে যা, পৃথিবীর ইতিহাসে অবিনশ্বর
রইবে চিরদিন- জ্বলজ্বলে দীপ্ত সূর্যের মত-
অক্ষত এবং মানবের বিরল শিক্ষণীয়।


ইস্কাটন, ঢাকা, রাত, ২০ ডিসেম্বর’১৮