ওই উড়ে যায় বলাকা ডানা ঝাপটে আকাশে
ভেসে আসে ছেঁড়া পালক বাতাসে
             একটি দুটি তিনটি.. অজস্র- হাজার;
চেয়ে থাকি দূর নীলিমায়: কোথায় গন্তব্য তার!


হতাম যদি বলাকা ওই-
বেদনা কী তখনও স্পর্শ করতে পারতো!
ঝরাপালক হাতে দিয়ে বায়ুর
নতুন আয়ু কী সেই আমি তখনও খুঁজতো?


রোদ্র লুকোচুরির পাংশুমালায়
বলাকা উড়ে যায়-
দূর হতে দূরে
এই নক্ষত্র হতে অন্য নক্ষত্রের তীরে?


সেথায় কী সুখের চিরআবাস? অনাবিল সুখ
নিত্য করে খেলা?
পাথরের টুকরোর মত অবিচল নিষ্টুর দুঃখ
সেখানেও বাঁধে কী ভেলা?


নক্ষত্রের রাজন্যে তবু কেন আঁধার
চারিপাশে আমার?
আমি কী আজ বলাকা হতে পারি না,
অন্তত একটি বার?


হায়! বলাকা
একবার করো হে তোমার সখা।


নিউ ইস্কাটন, ঢাকা, দুপুর, ২৫ সেপ্টেম্বর ’২০