আমি- রোদ্র গাহন করি
দেহ নয় ঝলসায় মন
আমি- মেঘ-ছায়ায় দৌঁড়াই ক্রমাগত
দেহ নয় বৃষ্টিতে ভিঁজে ওঠে ক্ষণ।
বারবার যতোবার তোমার মায়ায়
ফিরে আসি কিংবা ফিরে যাই তলে-অতলে
কিচ্ছু না- কেবল লবনাক্ত জলখনিতে
হাসি- হা হা, ভাসি- আঁখিজলে।
জানি না- আমি জানি না- কেন এ সব-
বিরহে টানে বারে বারে- করি হায়- রব!
বেদনা কি ভালোবাসার সম্পূরক নাম হতে পারে?
বাঁচিতে গিয়ে হৃদয় যে বেদনা কুড়ায় পথে- তার লয় কোন ধারে?


ইস্কাটন, ঢাকা, রাত, ২ এপ্রিল’১৯