কিছু চাইবো না তোমার কাছে আর
কিছু যে চাওয়ার নেই বাকি আমার।
বলবো না: ‘ভালোবাসো মোরে প্রিয়'
বলবো না: ‘ব্যথা আর না হে দিও'!


চেয়ে আর থাকবো না পথপানে ওই
যেপথে রোজ প্রাতে তুমি আসো সই,
সেপথে হয়তো দেখিবে অন্য কারও
সেজনে হয়তো হবে ভাব আরো গাঢ়,
সেমনে আদান-প্রদান শান্তির নিশ্চয়-
আমি চেয়ে রবো সেই মুগ্ধ-বিস্ময়
সময় অপেক্ষায়। হয়তো দেখবে না
আমায়, আমি তবু দেখবো তোমায়-
যন্ত্রণায়- মহাযন্ত্রণায়; তোমা ভাবনা
তখনই স্বার্ক হবে যে আমার প্রিয়।


কিছু চাইবো না তোমার কাছে আর
কিছু যে চাওয়ার নেই বাকি আমার।
অনেক দিয়েছ- এবার শোধিতে ঋণ
ভালোবাসা ফিরিয়ে দিয়ে না হয় দীন
হলাম আজ, তবুতো মিথ্যে নিয়ে নয়
সত্য জেনে মেনেছি নিজের সব ক্ষয়।


ইস্কাটন, ঢাকা, রাত, ৮ ডিসেম্বর’১৮