সেদিনও মেঘহীন ছিলো বসন্তের উচ্ছ্বল আকাশ
নরমশূন্যে উড়ছিলো উল্কিআঁকা গুচ্ছ বিশৃঙ্খল বাতাস


তুমি ছিলে তখন অদূরে- আনমনে একা
আর সেটাই ছিলো আমাদের শেষ দেখা!


তারপর পাঁজরের হাড়ের দৃশ্যত উপস্থিতি
কিছুটা সুমতি
দিলো বাঁচার নাকি বেদনা শোষিবার?
আসলে আমি বেঁচে আছি হাতটি ধরবো বলে তোমার!


গঙ্গার তীরে বয়ে যাবে না’
তুমি-আমি-একা আঁধারে ঘাসে বসে আমৃত্যু খুঁজবো শান্তনা।


ইস্কাটন, ঢাকা, রাত, ১৯ ফেব্রুয়ারি’১৯