শ্যাম বদন তার- কাজল নয়ন
কি আছে হায়! চাহনিতে ওই?
তাকায় যেদিকে একবার যখন
বিরাজে হাজার বসন্ত সেখানেই।
নয়ন মাঝে ওই ডুব দিয়ে ’বার
কেঁটে চলছি যেন আজও সাঁতার;
তবু কূলে ভীড়ে নি সাম্পান-মন
হারায়ে তারে করি তারই সন্ধান!


ইস্কাটন, ঢাকা, রাত, ৪ এপ্রিল ’১৯