সেই ভালো- নক্ষত্ররাজির তলে
চেয়ে রবো নির্লিপ্ত আঁখি মেলে,
হিজলবনের পাশে জল ছল-ছল
ঝরবে অশ্রু রোজ বাদল-মাতাল।
তুমি দূরে জানবে না কিছু তার
আমার হৃদয়ের চাপা মেঘ-ভার
আমাকেই ভেজাবে নোনা-জলে
নানা বাহানার বিচিত্র ছলে।
সেই আম্রকানন- গোলাপের ছোঁয়া
ধুয়ে দিতে পেরেছে কী রুক্ষ দেয়া?
সেই মাঠ- শস্যদানার সবুজ খেত
হেঁটে চলা তোমার- বুকের ভেতর বাঁজে
যেন আজও হেঁটে চলছ তুমি- পুত,
যেন আজও দাঁড়িয়ে আছ সাঁঝে-
আমাকে দেখবে বলে একটুকু দূরে,
আমি চলে যাই: চেয়ে পিছু ফিরে ফিরে।


ইস্কাটন, ঢাকা, দুপুর, ২৩ অক্টোবর ’২০