ছেঁড়াদ্বীপ মনে হয় আজ হৃদয়-
পড়ে আছে ‘সব’ যেন গাঢ় নীল জলমগ্নতায়;


হাঁটি- খুব হাঁটি, দৌঁড়াই- প্রচুর দৌঁড়াই-
তবু যেন রয়ে যাই বার বার একই সীমায়!


দিন শেষে রাত হয়, রাত গড়িয়ে দিন-
তবু হায়! ছেঁড়াদ্বীপ থাকে সে-রূপ মলিন।


সময়ের চড়কা ঘোরে- ঘুরে ঘুরে ফের সময়ও ঘুরে
কেবল এ অচল দ্বীপের ভাগ্য না ঘোরে।


কবে যে কোন ভুলে ধূঁয়েছিলে পা এ-জলে
সে কথাই মনে ভেবে দ্বীপ আজও ভাসে আঁখিজলে!


ইস্কাটন, ঢাকা, রাত, ২৭ নভেম্বর’১৮