জানি না পারব কিনা-
জানি না বাঁচব কিনা আর
পৃথিবীর মায়া কোথায় শেষ হবে
কোথায় লুটাবে সব অহংকার!


যে চোখে চোখ রেখে কথা হয়নি শেষ
যে মনে মন বেঁধে চলার ভাবনা ছিল আরও
যে বাগানে ফুলের আশায় শতত চেষ্টা অনিঃশেষ-
বোধ হয়, শেষের আগেই এবার ঘটবে ‘শেষ’।


তবে যদি চলে যাই, ক্ষমা করে দিও ‘অমর’ ভুলগুলো আমার
যদি ফিরে না আসি আর এই কাঠালের ছায়ায়
হিজলের বনে, কিংবা তোমার করিডোরে
অন্তত একটুকু ভালোবাসা দিও এই হারানো আমায়।


ইস্কাটন, ঢাকা, দুপুর, ১৯ সেপ্টেম্বর ’২০