যতোটা জ্বালা ভূ-গর্ভে পৃথিবীর
তার চেয়ে ঢের
জ্বালা সুপ্ত মানবের হৃদয়ে;
বেদনা পেলেই কী তারা জেগে ওঠে দূরন্ত বিস্ময়ে?


আমাদের রক্তে জমাট হৃদয়গুলো বিস্তৃত আকাশ হলে
বুকের কষ্টগুলো কি মেঘ হতো রাশি রাশি?
যখন তারা অকাতরে ঝরে পড়তো ঘর্ষণ-ব্যথায় জলে
তখন কী নাশ হতো মানবের দুঃখের ইতিহাস?


আবহাওয়ার দপ্তর থাকলেও কেন যেন দেশে এখনও মনের দপ্তর নেই
মানুষের পোশাকী মূল্যায়ণ হয় তবু এখনও মনের মূল্যায়ণ নেই
ঝড়ের পূর্বাভাস হলেও বেদনার ভবিতব্য নেই;
বহু দূরে গিয়েও- জীবন্মৃত হয়ে পড়ে থাকে মনটি তোমাতেই।


মিরপুর, ঢাকা, রাত, ২৮ ডিসেম্বর’১৮