জেব্রাক্রসিংয়ে আজ হটাৎ দেখা
পড়ন্ত সূর্যে চোখে এলো পুরনো সেই বলিরেখা
কিছুটা অবাক হয়ে পাশ ফিরে তাকাই ক্ষণে
‘এই- তুমি! তুমি এখানে?’
-আরে তুমি! বললো সে কপোল থেকে সরিয়ে চুল।
কোন ভুলটুল
হলো ভেবে আবার হাঁটা
দিতেই ঝরা শুরু হলো বৈকালী জলজটা।
চোখের ইশার সে ডাকলো কাছে
‘আসো ছাতার নিচে’।
কিছু লজ্জ্বায় থমকে যেতে গিয়েও প্রয়োজন বোধ
করেনি পথ রোধ।
‘কেমন আছ?’ কেমন যেন আবেগঘণ কন্ঠে বললাম তাকে
-এই তো ভালো আছি, অনেক ভালো। ‘তোমাকে
এমন লাগছে কেন?’ চোখে চোখ রেখে বলতেই সে
মনে মনে ভিজে গেলাম কেমন যেন এক ঝাপটা বাতাসে।
তারপর হাত দিয়ে ইশারায় বললাম, আজ একটু তাড়া
আছে, যেতে হবে দূরে।
এদিকে বৃষ্টির প্রবলতায় যটতা না ভিজে গেছি, সরে
এসে তার থেকে
মুক্তি পেলাম কী? পুরনো বেদনা জেগে উঠলো চোখে-মুখে!


ইস্কাটন, ঢাকা, রাত, ১০ এপ্রিল ‘১৯