........................


একবেলা ভাতে দেহকে দুই বেলার পোষ মানানো যায়
গোলাপটাকে দেখে দেখে চোখের স্বপ্ন মেটানো যায়
অনিয়মের দেশে নিয়মকে সহজে বদলানো যায়
হৃদয় দিয়ে ভালবাসা গিলে নিরন্তর যন্ত্রণায় কি থাকা যায়?
তারপরেও বলি, ভাল আছি!


আমার জন্ম এবং জীবন কোনটিই মিথ্যে নয়
শরীরে আমার আদম হাওয়ার আদিম বাসনাও অটুট
দিন দুপুরে গতর খেঁটে বেঁচে থাকা যেমন সত্য  
দেশের মাটিও সত্য হলে দেশ প্রেম কি আমার অভিশাপ?
নাকি আমার দেহের মাংস কিংবা প্রেম অসভ্য মানুষের খাদ্য?
দেশ, তোমার অবহেলায় আমি মানসিক ভারসাম্যহীন হলে
তোমার অবহেলায় যদি আমার নারী জারজ সন্তান প্রসব করে  
তোমার অবহেলায় যদি আমার জন্ম এবং জীবন মিথ্যে হয়
আমার প্রাপ্য পতাকার কাফনের কাপড় তুমি  
শাসক আর ভুয়া দেশপ্রেমিকের দেহে জড়িয়ে দিও
নগ্ন দেহে আমাকে শ্বশাণে নিও
নির্লজ্জ্বের মতো তারপরেও ফিস্‌ ফিস্‌ করে  
কানে কানে বলবো; “ভাল ছিলাম”, “বেশ ভাল আছি”।