তোমার বিবাহ সংবাদ আর আমার এলোমেলো ভাবনা
............................................................


ভেবেছি-
তোমার বিবাহ সংবাদে সমস্ত অঙ্গেঁ নামবে শিথিলতা
নাসারন্দ্রে আটকে যাবে কোমল বাতাস
কোমর বেঁকে যাবে
ধনুষ্ঠংকারে আক্রান্ত রোগীর মতো
মস্তিষ্কের নিউরনগুলো অকারনে অকেজো হয়ে
পালন করবে কর্মবিরতি।


ভেবেছি-
আমার কবর হবে তোমার উঠোনের গাছতলায়
একদিন কালোদিবস পালিত হবে সারা দেশে
ভেঙ্গে পড়বে সমস্ত প্রেমের সংসার
মন-ভাঙ্গা প্রেমিকেরা মিলিত হবে
কনফারেন্সে। স্বয়ং প্রেমমন্ত্রী আসবেন
শ্রদ্ধা জানাবেন আমার প্রেমের আত্মহুতিকে
কবরস্থানে দাঁড়িয়ে দিবেন
প্রেমকল্যাণী ভাষন, তার আগে ১মিনিট নিরবতা
পালন করবেন
আত্মার সুখ কামনায়।


ভেবেছি-
নিঃসাড় দেহ নিয়ে
প্রতিবাদ এবং প্রতিরোধের পরিকল্পনা করবে বন্ধুরা
মিছিলের লাইনে প্রতিপক্ষের ফাঁকা গুলি গুলি হবে
কারফিউ ফিউ জারি হবে।


ভেবেছি-
তোমার বিবাহ সংবাদে
কবিতা লেখার অনুপ্রেরণা নষ্ট হবে
ঘুমের আধারে নষ্ট হবে
স্বপ্নের স্মৃতি।


এইসব নিছক এক কবির এলোমেলো ভাবনা
কিছুই হয়নি, কিছুই হবেও না, বন্ধুরাও আছে, আমি যেমন
এই বেশ ভালো আছি
বেশ ভালো আছি
ভালো আছি
আছিতো