একদা বেধেছিলাম বাসা
বোধিবৃক্ষের তলে ।
দিবাযামি মযেছিলাম তন্ময় মনে ।
যদি দেখা হয়ে যায় -
নাম জপের ছলে ।
হ্যা, এসেছিল সে নির্জন ক্ষণে ,
এসেছিল শীর্ণ নিরস্তের কাছে
অস্ত্র নিয়ে ।
শংকায়  ছিল বোধহয় !
তবে গিয়েছিল ধমকি দিয়ে
বলেছিল," তুই যতই যাই করিস
নির্বাণ আর পাবি না ",
কেন ? ............... তা সেই জানে ।
সেই থেকে আর এই ,
যাই নাই আর বোধিবৃক্ষের তলে
"বোধের খোঁজ " মন আর নাহি মানে
ছায়াতলে জ্ঞান বাতাস দোলে
আর আমি মজে থাকি
সুর তাল হীন বোলে ।