সম্পর্ক আর স্বার্থ একসাথে চলে না,
একেক জায়গায় একেকটার প্রয়োজনীয়তা বেশি।


ব্যবসা প্রতিষ্ঠানে সম্পর্ককে বেশি প্রাধান্য দিলে
যেমন ব্যবসার বারোটা বাজবে,
ঠিক তেমনি সংসারে স্বার্থকে প্রাধান্য দিলে
সংসারের বারোটা বাজবে তাতে কোন সন্দেহ নেই।


বাকী চাইয়া লজ্জা দিবেন না।


নগদ বিক্রি পেটে ভাত,
বাকী বিক্রি মাথায় হাত।


একজন ব্যবসায়ীর কাছে সুষ্ঠু অর্থনৈতিক
লেনদেনটাই আসল।


কিন্তু
সংসার ভালোবাসার জায়গা,প্রেরনার জায়গা,
উদারতার জায়গা,এখানে স্বার্থটা শুধু্
বিভক্তিই এনে দেয় বিশ্বাস নয়।


আমরা পকেটের মধ্যে সুখ খুঁজি সম্মান খুঁজি।
এক কাপড়ে এক জীবন যায় না,
কাপড় পরিবর্তনের সাথে সাথে পকেটেরও
পরিবর্তন হয়।


অথচ একটা শরীর সেখানে একটাই হৃদয়,
এটা কোন কাপড়ের পকেট নয়,
হৃদয়ে টাকা রাখা যায় না,
হৃদয়ে শুধু বিশ্বাস আর ভালোবাসাই রাখতে হয়।
________________________________________