মুখোশে সুখ নেই
______ বিপুল চন্দ।


অশ্রুতে কষ্ট মাপা যায় না
হাসিতে যায় না মাপা কে কত সুখী,
বাহির ভিতর ব্যবধান অনেক
মুখোশ জীবন মুখোশের মুখোমুখি।


জানি,পৃথিবী নাট্যমঞ্চ বটে
সবাই কী আর সুক্ষ অভিনয় জানে?
কিছু সত্য আলো ছড়ায়
কিছু হারায় আঁধারের নিষ্ঠুর বানে।


স্বার্থের গন্তব্যে ছুটে তরী
সম্পর্কের বুক ছিঁড়ে নিত্যদিন,
কেউ আবেগ ছুঁতে গিয়ে
পারে না মিটাতে সময়ের ঋণ।


এখানেই বোকারা মরে বটে
মুখোশ বিলাসীরা ভাবে মুখোশেই জয়,
সুখ বলতে এসবের কিছুই না
সুখ, সে তো এক মুখোশহীন হৃদয়।
_____________________
সিলেট,বাংলাদেশ।