আমার লিখবার ভাঁজে ভাঁজে
হাত বুলিয়ে দেখো
কত প্রশ্নের উত্তর হবে জানা,
তোমার চোখের কালো ধাঁধা
রাত পেরোনো ভোরে
শত আঁধার ছিঁড়তে করে মানা।


তোমার বিশ্বাস বাজি ধরে
সং সাজিয়ে রাখে
তাই সত্য আড়াল হয়েই রয়,
আমার তেঁতো কথার বানে
রং হারানো ক্ষোভে
সেই করে আবেগ অভিনয়।


তোমার নিত্য দিনের চাওয়া
সৎ সমীহ বুকে
রূপ হারায় দ্বন্দ্ব ভোলা মনে,
আমার বিষাদ বিলাস কূলে
রথ ফেরানো আশা
সুখ তবু বিদ্রূপ করে ক্ষণে।


তোমার চিন্তা শক্তি প্রখর
হোক বিবিধ ভ্রান্তি
ঘোর ভেদে ছুটতে পারো জানি,
আমার এ টুক বলার ছিলো
খুব বেশি কী পারি?
মন বলে কাটবে সকল গ্লানি।
__________________________