বেঁচে থাকলে শুধরে নেবো,
হ্যাঁ,  বেঁচে থাকলে মানুষ হবো।
বেঁচে থাকলে এটা হবো, সেটা হবো,
বেঁচে থাকলে সবার কাছে বন্ধু হবো।
বেঁচে থাকলে আরও কত কি হবো!


আর এই কত কি এর ভেতর একটা হলো
আমরা বেঁচে থাকলে ভুলে যাবো _
উপরের সব-কয়টি দেয়া কথা।
আমরা ভুলে যাবো সততা সভ্যতা,
আমরা আবার ভুলে যাবো সবার উপর মানবতা।


আমরা ভুলে যাবো ডাক্তার নার্স
সহ সকল স্বাস্থ্য কর্মীদের কথা,
ভুলে যাবো পুলিশ আর্মি RAB সহ
সকল আইনশৃঙ্খলা বাহিনীর কথা।
ভুলে যাবো সেচ্ছাসেবী সংগঠন তথা
নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানো
মহান সব মানুষদের কীর্তিকথা।


আমরা ভুলে যাবো লকডাউনের স্বার্থকতা,
ভুলে যাবো সরকারের নিরলস প্রচেষ্টার কথা।
আমরা ভুলে যাবো ত্রাণ কিংবা প্রণোদনার কথা,
ভুলে যাবো রাজনেতাদের আন্তরিকতা।


আমরা আবার তেলচুর ডালচুরদের
গায়ে গা ঘেঁষে বসবো,  হাসবো।
আবার আমরা হিমশীত রাত জেগে জেগে
ভন্ডদের বানোয়াট গল্প শুনবো।
আমরা আবার বিভাজন চর্চা করবো
অনুভূতিকে হাতিয়ার করে বারবার।


বেঁচে থাকলেও সবাই মানুষ হবে না
বেঁচে থাকলেও সবাই শুধরে যাবে না
তবুও বাঁচুক, তবুও কেটে যাক এই দুঃসময়।
ভুল করতে করতে যদি কখনো কোন একসময়
ভুল বুঝতে পারি,  মানুষ হয়ে উঠতে পারি,
সে সুযোগটা অন্তত থাকুক, সবাই বাঁচুক।


সুন্দরের জন্য বাঁচুক, নিজের জন্য বাঁচুক
নিজেদের জন্য বাঁচুক,পৃথিবীর জন্য বাঁচুক।
মানুষ বাঁচলেই তো সব বাঁচে, সবাই বাঁচে।


= সবাই বাঁচুক =
  || বিপুল চন্দ ||
২২/০৪/২০২০