__________
তোমার কাছে স্নিগ্ধতার সকাল চাই না
ছায়াময় দুপুরও চাই না প্রিয়,
পারলে একটা সুখের গোধূলী দিও
দিনশেষে সব কষ্ট ভুলা একটু সময় চাই তোমার কাছে।


সূর্যোদয় নয়, হাতে হাত চেপে
দুজনে সূর্যাস্তটাই না হয় দেখবো,
দেখবো দল বেধেঁ পাখিদের ঘরে ফেরা
গাভীর পাশ ঘেঁষে ছোট বাছুরের তিড়িং বিড়িং নৃত্য।


তোমার পায়ে শিশিরের নুপুর পড়াতে চাইবো না,
চাইবো না শুনাতে আম্রছায়ার না বলা গল্প।
জানি,  আমাকে সেকেলে বলার অধিকার
তোমাকে সেই কবেই দিয়ে দিয়েছি।
তবুও চাই সহস্র অভিযোগ করতে করতে আমাকে
নিয়ে যাবে শেষ বিকেলের গোধূলী পাড়ায়।


রাস্তা দিয়ে ধানের বোঝা কাঁধে কৃষকের লাইন
মাঠে খড় গোছাতে ব্যস্ত কৃষাণীর গুনগুনানি,
বাতাসে ভেসে আসা ভাপাপিঠার ঘ্রাণেও যদি
তোমার অভিযোগ থাকে,
আমি চাইবো না আর কোনদিন এমন চাওয়া।


ঐটুকু গোধুলী পরেই যে আধাঁরে ছেয়ে যাবে পৃথিবী
আমি সেতায় হারিয়ে যাবো,তোমাকে ছুটি দিয়ে।
তোমার কাছে আমার প্রিয় এই গোধূলী বিষাদ হলে
সন্ধ্যা প্রদীপের আক্ষেপ রাখবো না কোনদিন আর।
তা না হলে আমি চাইবোই ,আগামী প্রতিটি গোধূলী হোক
তুমিময়।
__________________________________________
রিয়াদ,সৌদি আরাবিয়া।
২১-১২-২০১৭ খ্রী :