তুমি ধর্ম বুঝ
বিশ্বাস বুঝ না
তুমি কাম বুঝ
প্রেম বুঝ না।
তুমি বাণিজ্য বুঝ
সেবা বুঝ না
তুমি শিক্ষা বুঝ
জ্ঞান বুঝ না।
তুমি মান বুঝ
মানবতা বুঝ না
তুমি প্রতিশোধ বুঝ
ক্ষমা বুঝ না ।
তুমি বিও বুঝ
চিত্ত বুঝ না
তুমি খাদ্য বুঝ
ক্ষুধা বুঝ না ।
তুমি তৃপ্তি বুঝ
ত্যাগ বুঝ না
তুমি পাওয়া বুঝ
দেওয়া বুঝ না।
তুমি সংগঠন বুঝ
সম্পর্ক বুঝ না
তুমি ক্ষমতা বুঝ
নেতৃত্ব বুঝ না
তুমি পদ বুঝ
মত বুঝ না ।
তুমি টাকা বুঝ
মানুষ বুঝ না।
তুমি আত্মীয়তা বুঝ
রক্ত বুঝ না
তুমি ভাগ বুঝ
যোগ বুঝ না।
তুমি আনন্দ বুঝ
কষ্ট বুঝ না
তুমি সাদা বুঝ
কালো বুঝ না।
তুমি তোমাকে বুঝ
আমাকে বুঝ না
আমি আমাকে বুঝি
তোমাকে বুঝি না
চলছে চলবে উপলব্ধির
এ গরমিল অংক কষা।