তোমার বিরহ বেদনায় আমি যে আজ মলিন।
রঙিন ভালবাসা ভরা মোনটা শুভ্র মেঘের মত ভেষে
বেড়াচ্ছে তোমার বিরহের যাতনায়।


ফিরবেনা কখনো জানি, তবু যে কেন এ মোন টা তোমার বিরহে কাদে তার উত্তর এখনো পেলাম না!  
একবার পেছনে তাকিয়ে দেখো আমি তোমারই পথ চেয়ে বসে আছি।


এই পাঁচটি বছরের টানা পড়েনে আমার মোনটা কতবার চুর্ন-বিচির্ন হয়েছে তা কি কখনো অনুভব করেছো?
কখনো কি অনুমান করতে পেরেছো এ ভালবাসার পরিধি?  
যদি করতে তাহলে আজ হয়ত আমার বিরহের কবিতা লেখা হতনা!  


জানিনা তোমার কৃপন মোন কার আকাশে বিচরন করে!
আমার আকাশ থেকে তো অনেক আগেই চলে গেছ।
শুধু রেখে গেছো এক টুকরো বিরহের কালো মেঘ।