দেখো!  আজ অঝোর ধারায় বৃষ্টি ঝরছে, এ বৃষ্টি আকাশের না আমার মনের যত বিরহ বেদনা ধুয়ে চোখ বেয়ে পড়ছে।


তুমি না বৃষ্টি ভালবাসো! এই নাও অঝোর ধারায় বৃষ্টি!এ বৃষ্টি তোমাকে না পাওয়ার বেদনায় নয়, এ বৃষ্টি আমাকে ভুল বুঝে অন্যকে কাছে টানার ব্যাথায়।


এ বৃষ্টি মেঘ থেকে নয়,আমার চোখ দিয়ে তোমার প্রতি শুভ্র ভালবাসা গড়িয়ে পড়ছে। যার মুল্য তুমি বুঝলেনা। আজ হয়তো বৃষ্টিও লজ্জা পেয়েছে,আমার কান্নার ফোটার তুচ্ছ শব্দ আড়াল করার জন্য অবিরাম ধারায় ঝরে পড়ছে।


চেয়ে দেখো এ বৃষ্টি মেঘ থেকে নয়, তোমার অবহেলার খন্জরে বিদ্ধস্ত আমার হৃদয় দিয়ে রক্ত ঝরছে।


হয়তো এটিই শেষ বৃষ্টি। এই বৃষ্টির জলের স্রোতে আমার অভিমান গুলোর সাথে সাথে হয়তো আমিও ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যাবো।