স্বাধীনতা তুমি পুব আকাশের প্রথম সুর্যদয়,
স্বাধীনতা তুমি কবির প্রাণে কবিতার অভ্যুদয়।
স্বাধীনতা তুমি বিদ্রহীর প্রাণে সাহসের সঞ্চার,
স্বাধীনতা তুমি ভাষার জন্য বুক ফাটা চিৎকার।


স্বাধীনতা তুমি ফসলের ক্ষেতে ফসলের সমাহার,
স্বাধীনতা তুমি অনাহারির মুখে এতটুকু আহার।
স্বাধীনতা তুমি মজদুরের ওই শক্ত দুটি হাত,
স্বাধীনতা তুমি নৈশ প্রহরির বিনিদ্র সে রাত।


স্বাধীনতা তুমি চায়ের দোকানে কথার তুবড়ি ঝড়,
স্বাধীনতা তুমি সৈনিকের বুকে সাহসের পাহাড়।
স্বাধীনতা তুমি একাত্তরের হার না মানা লড়াই,
স্বাধীনতা তুমি গর্ব আমার,অহংকার আর বড়াই।


স্বাধীনতা তুমি নজরুলের ওই বিদ্রোহী কবি গান,
স্বাধীনতা তুমি ছেলে হারা বাবার শক্ত সবল প্রাণ।
স্বাধীনতা তুমি গোধুলি বেলার রক্তিম নীল আকাশ,
স্বাধীনতা তুমি কবির মোনে কবিতার অবকাশ।