যে পথগুলো রেখে আমি এসেছি,
সে পথ গুলো হামাগুড়ি দিয়ে বসে আছে ;
আমার যাওয়া হচ্ছে না; না আমি যেতে চাচ্ছি না !
সে সব কথা হারিয়ে গেছে মস্তিকের সাগরে ,


তুমি  জিজ্ঞেস করতে পারো বিকেল বেলার কথা ,
আমার একান্ত নিজের বিকেল ;
আমি ঝটপট হাজার খানেক কবিতা লিখে দিবো,
তুমি হাঁসতে থাকো,বাঁধতে থাকো খোঁপা
আমি চাইনা তোমার একা লাগুক ,পাশে না থাকুক প্রিয়রা
শ্রাবনের মেঘ নামুক ,ঝড় হোক ;ধুয়ে যাক গ্লানি
দুপুর'বেলা একা ভাত খেতে আমার ইচ্ছে করে না ;তাই বিকেলে খাই
তুমি কি সন্ধ্যেবেলা পর্দা দিতে জানালায় এসে আমায় খোঁজো ;


আর রাত্রিরে , তোমার কি ঘুম ভাঙ্গে, ধরো ' তিনটে-চারটে ;
আমি ঘুমোতে পারি না ,ঘুমোলে মনে হয় উঠে আরেকটা সিগারেট খাই;
এখন রাত দু'টা বাজে,আমি শব্দ খুঁজছি........