বলবো না আর ডেকে
বলবো না আর আমার কথা
নিঃশব্দ অশ্রু ধারাই থাকুক প্রথা।
কাঁদবো, যখন ঝরবে আবার বৃষ্টি ধারা,
ফুটবে নয়নতারা,
ফুটবে ভাষা, যা আজ বাক্য হারা।


সহস্র মাইল দিয়েছি পাড়ি,
বয়েছে হাজার অশ্রু বারি
যেন বেঁচেছি হাজারো বছর
আর জপেছি তোমার নাম...
ধেয়েছি তোমার ছায়া,
জানিনি সবই এক মিছে মায়া।


তোমায় দেখার আকাঙ্খা আজ ধূলিসাৎ।
চাইনা আর
ভোরের শিশিরে খেলতে,
কিংবা দূর আকাশে ডানা মেলতে।
তোমায় জানতে চেয়ে প্রাপ্ত আঘাত
ঠিক যেন,
মেঘ ছুঁতে চেয়ে পেয়েছি বজ্রপাত।
কোথায় বৃষ্টি?
কোথায় সৃষ্টি?
সঙ্গী কেবলই শূন্য দৃষ্টি।


ক্লান্ত পায়ে একলা হেঁটেছিলাম মরুপথ
ছুটেছিলাম দূরে, আরও দূরে
তোমার থেকে দূরে।
যেখানে মেলেনা আমার সন্ধান।
মেলে
শুধুই এক স্মৃতির পাতা
আর এক কল্প রূপকথা।
না। সত্য নয়। হয়তো সত্য নই আমি
কিংবা সত্য ছিলেনা তুমি।
তবে সত্য আমার ভালোবাসা।
সত্য ছিল
প্রতিটা স্বপ্ন, দুঃস্বপ্ন আর আশা।


আবেগ আমার পায়নি ভাষা
তবে ডেকেছি তোমার নাম ধরে,
তুমি ছিলে মরীচিকা ঐ বালুচরে।
আর আমি খুঁজেছি তোমায় মেঘের তরে।
ভেবেছি, কি জানি ?
আবার যদি বৃষ্টি ঝরে?
আবার যদি বৃষ্টি ঝরে?