মানুষের জন্ম‌ই কি তবে আজন্ম পাপ,
প্রকৃতির অসীম সৌন্দর্য নষ্টের অভিশাপ।


    চারিদিকে বিশাল গড়ছে ইমারত,
   ধ্বংস হচ্ছে ক্লোরোফিল,হচ্ছে সবুজ ধূলিসাৎ।


    প্রাণী হত্যায় করো আন্দোলন,করো সমাবেশ
    কোথায় থাকে মানবিকতা তোমাদের,
    যখন হাজারো গাছের প্রাণ করছো শেষ।


পথের পথিক ধুঁকছে দেখো একটু ছায়ার ‌খোঁজে,
ছায়া কোথায় পাবে!এই বড়ো রাস্তার ভাজে।


    হে মানব জাতি, আবার দেখতে চাইলে,
         সেই সোনালী সবুজ দিন।
     গাছ লাগিয়ে চুকিয়ে দাও অল্প হলেও,
                প্রকৃতির ঋণ।


                          ~বিষাক্ত প্রেমিক