এই শহরের একটা বারান্দায়
আমি বেঁচে আছি
বাড়ি টা অনেক পুরনো ,
ঘুন ধরে গেছে জানালায়
এই বাড়িটা ছেড়ে যেতে পারিনি
কারণ এখানে তোমার স্মৃতি জড়ানো ।


তুমি এসেছিলে এই বাড়িতে
বেশ কয়েক বছর আগে
তুমি প্রথম স্পর্শ করেছিলে তোমার চরণ ,
আমি ছিলাম তোমার পাশে পাশে
তুমি চেয়েছিলে লাজুক চোখে
এই বারান্দায় হয়েছিল তোমার বধূ বরণ ।


আজ তুমি নেই
মিশে গেছ আকাশের ছায়াপথে
আজ তোমায় আর ডেকে সাড়া পাই নাই ,
তবু মিশে আছ আমার স্মৃতিতে
ভালোবাসা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে
আমার এই পুরনো বারান্দায় ।