ভালোবাসা যখন স্পর্শ পাই না ,
ভালোবাসা যখন শুধু অনুভবে !
জীবণ বীণার তার ছিঁড়ে যাওয়া
এক চিলতে প্রেম আবেগের প্রান্তরে
তুমি রেখে দিও তবে ।


আমি সহিতে পারি না
ছিন্ন মনের এ যন্ত্রণা ,
যদি কাছে আসবে না  তবে কেন
তবে কেন ? দেখা দিলে
যৌবনের অন্তিম ক্ষণে  ।


তুমি মরীচিকা ,
তুমি মেঘলা আকাশের চন্দ্রমা
আমি বৃথা আশাতীত এক আবেগী মন ,
তুমি অপরের গৃহিণী
আমি নই তব আপনজন ।