যখন মুখোশ গুলো আস্তে আস্তে সরে যায়
আড়ালে মুচকি হাসে নির্লজ্জ মুখ ,
মানুষের কাঠগড়ায় ব্যতিক্রমী প্রতিচ্ছবি
ভেসে ওঠে প্রতিবাদী শ্লোগান
দিন গোনা আর শুধু দিন গোনা
ঘোচাতে পারে না দুঃখিনি মায়ের চোখের জল
রক্তের বিনিময়ে ফিরে আসে না সুখ ।


হতাশাময় বড় হতাশাময়
বিভৎস কান্নার জল বয়ে দেয় নদী ,
সীমাহীন সাগর মুখ বুঝে সহে নিতে শিখেছে
হাত জোড় করে অন্ধ আইন
আকাশের সীমানায় সূর্য অস্ত যায়
নতুন সকাল ফিরে আসে না
প্রলয় ঘনিয়ে আসে অবশ্যম্ভাবী ।


দৈনিক খবরে লেখা ছাপে না
ভণ্ড  বুদ্ধিজীবী বিক্রি হয় পুঁজিবাদে ,
মোমবাতি নিভে যায় ঝোড়ো হাওয়ায়
কালো ব্যাচ ফিকে হয়ে ওঠে
কোলাহল কিনে নেয় বোবা শামুক
রাজনীতি শেখায় গিরগিটির দল
সাধারণ জনতার জীবন কাটে অবসাদে ।