জ্বলছে আমাজন !
জ্বলছে  ভারসাম্যের প্রকৃতি ,
যখন দগ্ধ আগুনের দাবানলের আগুনের
যন্ত্রণায় ছটফট করছে পৃথিবী ।
তখন শান্তি পাচ্ছে কিছু স্বার্থম্বেসী মানুষ
তাদেরকে ঠিক মানুষ বলা যায় না ,
কারণ এক হিংস্র প্রাণীও বুঝতে পারে
প্রকৃতির অস্তিত্ব শেষ হয়ে গেলে
জীবকূলের অস্তিত্ব বাঁচানো যায় না ।
জ্বলছে পুঁজিবাদীদের মনে হিংসার দাবানল
পুড়ছে মানব সভ্যতার রীতি ,
যখন অধর্ম কুকর্মে ছেয়ে গেছে পৃথিবী
তখন জ্বলছে প্রেম প্রীতি ।
ভয় নেই ! পৃথিবী শেষ হয়ে যাবে না ,
নিজেকে বাঁচাবে নিজেই ,
নামবে বৃষ্টি, আবারও হবে অরণ্য সৃষ্টি
পৃথিবী থাকবে পৃথিবীতেই ।