আমরা প্রভুর  পোষ্য কাকাতুয়া
আমরা বলতে পারি শুধুমাত্র শেখানো কথাটাই ,
নিজের মত মনের কথা , মনের ব্যথা
জানাবার ক্ষমতা বা অধিকার আমাদের নাই ।


আমরা নির্লজ্জ, খাঁচায় আবদ্ধ
বারবার একই গান গেয়ে চলে যায় ,
শত অন্যায় দেখি তবু প্রতিবাদী গান
গাইবার স্বাধীনতা আমাদের নাই ।


আমরা সত্যিকারের মানুষ চিনতে চাই না
চেনা জানা মুখগুলিকে জানাই নমস্কার,
একটিবারও প্রতিবাদ করতে চাইব না
পাছে যদি জোটে প্রভুর তিরস্কার ।