নীরব সমাজে একটা শব্দ শুনতে চেয়েছিলাম ,
যে শব্দ টা বদলে দিতে পারে সমাজ ,
রঙ পাল্টানো গিরগিটি গুলোকে করতে পারে বিবর্ণ
অশান্ত পৃথিবীকে আবার করবে শান্ত ।


একটা চাতক পাখি চেয়েছিলাম
যে তৃষ্ণার জন্য করবে না হাহাকার ,
যার স্পর্শে ধরিত্রী হয়ে উঠবে শীতল
যে ফিরিয়ে আনতে পারবে বাঁচার অধিকার ।


একটা মানুষ খুঁজতে চেয়েছিলাম
যার হৃদয় জুড়ে ফুটে উঠবে মানবিকতা,
যার কণ্ঠে থাকবে বজ্রশক্তি
যিনি নির্মান করবেন চিরনতুন আধুনিকতা।


একটা ভালোবাসা চেয়েছিলাম
শান্তি আর সম্প্রীতির ভালোবাসা  ,
নতুন পৃথিবী তৈরী করতে চাই
আর চাই বেঁচে থাকার আশা ।