জীবনটা জীবনের মত চলুক
আমি না হয়  পাশেই দাঁড়ায়,
ভরাডুবি, উথান পতন চলবে
তার মাঝেও যেন আনন্দ খুঁজে পাই।


পুরনো খবরের কাগজ ফেলে দিয়েছি
নতুনটাও পড়ার ইচ্ছে নেই,
কী হবে খবর পড়ে ?
সব তো ভরা সেই রাজনীতিতেই ।


শীতকালের টুপিটা অনেক পুরনো হয়েছে
বেশ ঠাণ্ডা লাগছে কানে ,
রক্ত আজ আর টগবগে নেই
উষ্ণতা আজ শীতলতম স্থানে ।


চেনা পথ আজ অচেনা লাগে
জীবনটাও হয়ে গেছে বাসি ,
তবুও এভাবেই বেঁচে থাকতে চাই
পান্তা ভাত খেয়েও আজ আমি খুশি।