মানুষে মানুষে এত ভেদ
প্রেমের বাঁধন হয়েছে ছেদ,
কুটিল সব মানসিকতায়
আত্মীয়তা হয়েছে শেষ।
মনের ভেতর জমানো খেদ
রাগ-অভিমানের নেইতো শেষ
দূরত্ব খানি বাড়তে থাকে
দুটি মনের অভ্যন্তরে।
অলিখিত প্রতিযোগিতায়
সামিল হয়েছে আত্মীয় সব
সবাই সবাই কে প্রতিপক্ষ ভাবে
দাম্পত্যে দূরত্ব বাড়ে।
আকাশ ভরা জলের রাশি
তরল সে তো আকারহীনে
তবুও তারা বর্জ্র জ্বালে
দুটি জলদের ঘর্ষণে।