যদি আমি ভালো হই
তবে তুমি বলবে,
আমি খুব বোকা।
যদি আমি খারাপ হই
তবে তুমি বলবে,
আমি খুব অসভ্য।
যদি আমি তোমার জন্য
একটু আগে বাড়ি আসি
তবে তুমি বলবে,
আমি ফাঁকি বাজ
কাজে ফাঁকি দেই।
যদি আমি কাজের চাপে,
বাড়ি ফিরি একটু রাতে
তবে তুমি বলবে,
আমি আড্ডা মারি বসে
বা চরিত্রহীন ও বটে।
যদি আমি পরিশ্রম করি
খেটে মরি সারা দিন
তবে তুমি বলবে,
গাধা আমি চির দিন।
যদি আমি অবসরে
ঘুরি একটু হাত পা ছেড়ে
তবে তুমি বলবে আবার,
আমি নাকি ফুল বাবু।
যদি আমি ভালোবেসে
গোলাপ আনি তোমার তরে
তবে তুমি বলবে আবার,
          মরণ!
আদিখ্যেতা দেখ কেমন।
যদি আমি বলি
চলো ঘুরে আসি
তখন তুমি বলবে,
পয়সা যেন সস্তার এখন।


এই যে আমি আর তুমি
বাস্তবের কুশী-লব
যতই থাকুক বৈরিতা এদের
দিনের শেষে আসবে কাছে
অম্লমধুর  সম্পর্কে।