আমি উদ্দাম, আমি প্রলয়
আমি গিরিরাজের শিরে
করি পদাঘাত, আমি উন্মাদ,
আমি ধরিত্রীকে করেছি বশীভূত,
নদ নদী কে পরিয়েছি শৃঙ্খল।


আমি বজ্রের সামনে অটল
আমি ঝড়ের মধ্যেও সচল
আমি আমার বুদ্ধিতে উজ্জ্বল
বাহুর বলেতে সবল।


আমি করবো না শির আনত
থাকব না কারুর পদানত
দেব না কাউকে কৈফিয়ৎ
জয়ে অথবা পরাজয়ে ।