(বিদায়ী শিক্ষক শিক্ষিকার অনুভূতি)


আসা যাওয়ার পথে পথে
কাটল মোর সময় গুলি,
হৃদয় খানি হারিয়ে গেছে
এই পথের ই পুষ্প রাগে।
বিদায় কালে খুঁজি তারে,
শূন্য খাঁচা  আছে পড়ে
হৃদয় আজ গেছে মিশে
আসা যাওয়ার পথে পথে।
সুর গুলি মোর উঠছে বেজে
বিষাদ রাগে করুণ সুরে,
পাপড়ি গুলি আলগা হল
ভিষন ঝড়ে পুষ্প শাখে।
ভাষায় মোর আরক্ত বেদনা
উঠছে ফুটি কম্পিত অধরে
চক্ষু দুটি ঝাপসা হয়
ক্ষণে ক্ষণে অশ্রু সম্ভারে।
বাগান খানি থাকবে ভরে
পুষ্প-শাখী- গন্ধ-সৌরভে,
একটি পাখি যাবে দূরে
আসবে না আর এ ভুবনে।
তখন আমার সুর গুলি
উঠবে ভরে এই কাননে,
তাই হোক পাথেয় মোর
জীবন সায়াহ্নে গোধূলি লগ্নে।