রাস্তা ধারে, হাটে বাজারে
কিংবা কোন মোড়ে মাথায়,
দেখতে পাবেন পরামানিক
ব্যস্ত থাকে আপন কাজে।
চাল চুলা নেই তার
আছে কয়েক যন্ত্র খান,
আধ ভাঙা চিরুনি আর,
এক খানা ভাঙা চেয়ার।
এক গাল হাঁসি আর
নিখুঁত ক্ষুরের টান,
কলে তে পান পুরে
রোজ দিন গুজরান।
চেয়ারের পেছনে পা টি তুলে,
রাজা উজির মেজাজ নিয়ে,
চুল দাঁড়ি কাটা চলে
নিপুণ হাতে কাঁচি ও ক্ষুরে।
খদ্দের ও আয়েস করে
ঠ্যঙের ওপর ঠ্যাঙ টি তুলে,
চোখ বুজে ঢুলে এমন -
পঞ্চাশ নর্তকী নাচছে কাছে।
মেজাজ টাই আসল রাজা
না থাকুক বাহ্য সাজ,
নাই বা হোক রাজা উজির -
মেজাজ টাই থাক সিংহাসনে।