ঝড় উঠেছে দারুণ বেগে
জানলা দুয়ার যাচ্ছে টুটে,
পথের যত ধুলো বালি
যাচ্ছে উড়ে বহু দূরে।
মলিন জীর্ণ প্রাচীর সব,
ভেঙে আজ ধুলায় লুটায়
ভয়ে বুক দুরু দুরু
এই বুঝি প্রলয় শুরু।
ক্ষণিকের সব কিছু,
মোহ দিয়ে গড়া সিন্ধু,
ভেঙে পড়ে অনিত্যের প্রলয় নাচে।
যখন সব গেল থেমে,
তুমি এলে আমার কাছে
হেসে তুমি বললে আমায়,
অনিত্য ই সার নিত্য মাঝে।
আমার সব হারার দিনে,
একি আনন্দ জাগছে মনে
যে আনন্দ আগে আমি,
পাইনি কোন মূল্য দিয়ে।