হে মনের অধিনায়ক,
জাগায় ভক্তি আমার প্রাণে
সবারে যেন সইতে পরে
সব অপমান লয়ে।
তোমায় যেন ভালোবাসি
এই শক্তি দাও মোরে,
বিশ্ব প্রেমে ডুব দিয়ে আমি
মানব ভ্রাতৃত্ব জাগাই প্রাণে।
মানবের মাঝে, তুমি শক্তি
তুমি ভগবান, তুমি আল্লা
গায়ে শুধু আলাদা জামা
ভিন্ন পথের একই ঠিকানা।
তুমি প্রভু জাগায় প্রাণে
ভক্তি ও প্রেম একসাথে।
মানবের মাঝে তুমি আছ
একই ভাবে ভিন্ন রূপে,
জাগাও তোমার সন্তানেরে
ঘৃণ্য মোহের আবেশ হতে
পুষ্প কান্ত মোহের সাজে
মনকে সাজাও কোমল করে।