ব্যস্ত জীবনের ছোটা ছুটি
ওয়াই ফাই এর মাতা মাতি
সকাল থেকে সন্ধ্যা, সময়ের কাড়াকাড়ি।
রঙ রঙচঙের জীবনে, সং টাই বেশী আজ
সবাই তাই সাজতে চায়, হতে চায় রং বাজ।
সকাল থেকে সন্ধ্যে, মানুষ আজ যন্ত্র
দয়া হীন পৃথিবীতে মানবিকতা অন্ধ।
শিক্ষিত সমাজ আজ সরীসৃপ হয়েছে
মেরুদণ্ড থাকলেও, সে আজ ক্ষয়েছে।
স্বামী স্ত্রী ফ্লাটে থাকে বাচ্চা থাকে দূরে,
বাবা মা গ্রামে থাকে, বড্ড সেকেলে।
বড় বড় স্বপ্ন দেখে ফ্লাটের খাটে শুয়ে,
জানালা দিয়ে চাঁদ দেখা যায়
ফ্যাকাসে রঙের হয়ে।
ভোর হলে সন্ধ্যা হবে, সবাই তা জানি
জন্ম হলে মরণ আছে, এটা সবাই ভুলি।
আরও চাই আরও চাই,
বাড়ি চাই গাড়ি চাই,
কেউ কখনও বলে না -
শান্তি একটু বেশী চাই।