তার কিসের শিশু দিবস,
যে শিশু টা অভুক্ত থেকে -
শুধু স্কুলে আসে,
মিড ডে মিল খেতে।


যে শিশু টা জন্মাল আজ
গভীর রাতে, জ্বলল না আলো,
মুখের দিকে না তাকিয়ে
হাত শুধু লিঙ্গ খোঁজে,
তার কিসের শিশু দিবস!
হাঁসি পায় মনে মনে।


বাঁচার অধিকারে -
লড়াই করে যে শিশু,
ফুটপাতে কিংবা হাওড়া স্টেশনে
ডাস্টবিন ঘাঁটে কচি হাতে,
তার কিসের শিশু দিবস!
উত্তর আছে কারুর কাছে?


যে শিশু টা নোংরা ঘাঁটে,
নোংরা জামা গায়ে পরে
অর্থের বিনিময়ে কিছু বেচে,
তুমি যারে অবজ্ঞা কর -
তার কিসের শিশু দিবস?


সমাজ যারে পশু বানায়
যে শিশুত্বে হিংস্রতা জাগায়,
সে তো ফিরবেই তোমার পথে
অন্ধকারের কুখ্যাতি নিয়ে,
তোমার কি তখন থাকবে মুখে
বলার মতো কোন ভাষা?