ক্ষয়িষ্ণু সমাজের কঙ্কাল চেহারা
        রক্ষক আজ ভক্ষক সাজে,
ধর্মের রঙে সাজছে নীতি
         পঙ্গু করে রাজনীতি।


চাপ চাপ রক্ত
         জমাট বাঁধে সমাজে,
মৃত অন্তঃসত্ত্বা শুয়ে থাকে
         সাথে করে নালি কাটা পুত্র।
পিতা পুত্রের অমিল অঙ্ক
         মিলেছে আজ মৃত্যু সাথে,
তবুও নাকি বৃহৎ সাম্রাজ্যে
          আণুবীক্ষণিক ঘটনা সমূহ।


শাসন যন্ত্র ভেঙে পড়ে
প্রতিবাদী শব্দ হারায়,
স্তাবকেরা তবু উচ্চ স্বরে
জয় ধ্বনি করতে থাকে।


রক্তের যে রঙ লাল,
ভুলে গেছে অনেকে
খুঁজে তারা আলাদা রঙ
রক্ত ঘেঁটে রক্তাক্ত হয়ে।


বন্ধা সমাজে পঙ্গু সুশীল
বাক্যে তাদের রঙের ছটা
প্রতিবাদ টা হারিয়েছে তারা
বিকিয়েছে তাদের মানবিকতা।


হারাল যারা আপন জনে,
তারাই বোঝে যন্ত্রণাকে
গভীর ক্ষত গভীর হয়
ব্যর্থ শাসনের অবিচারে।


লেখনী আমার রয়েছে সচল
নীতি হীনতায় ভুগে না তা,
সাদা কালোর পার্থক্য টা
করতে এখনও করে না দ্বিধা।


থাকুক প্রজ্ঞা বিবেকে মোর
দৃঢ়তা আসুক চেতনে,
লেখনী যেন গর্জে ওঠে
কালো মেঘের বক্ষ ভেদে -
এটাই হোক অঙ্গীকার।