ধনীর ছেলে উড়ান চেপে
দেশে এল ফিরে,
সঙ্গে এল মহামারী
করোনা র বেসে।
ধনীর ছেলে মেধাবী বটে,
অহংকারে ঠাসা,
বিদেশ থেকে আমদানি করে
করোনা ভাইরাস টা।
দেশে দেশে ঘুরে ঘুরে
করোনা এল গরীব দেশে,
কেড়ে নিল রাতের ঘুম
গরীবের ভাত মেরে।
করোনা ছুটে অলিগলি
রাজ পথ ধরে,
সরকার ছুটে তার পিছে
লকডাউন হাতে।
শুনশান জনপদ, শুনশান হাট
মানুষ থাকে ঘর বন্দী
লকডাউন লকআপ।
ভাইরাস টা খুব সাম্যবাদী
দেখেনা কোন উচ্চ নিচ
সবাইকে সে আপন করে
ধনী গরীব নেইকো ভেদ।
অর্থনীতির বারো টা বাজে
জীবন নিয়ে ছিনিবিনি খেলে
দেশ কালের গণ্ডী মুছে
ধর্মের ফানুস যাচ্ছে ফেটে।
বাঁচবে মানুষ, হারবে রোগ
ভাবনা একটু অন্য হোক,
দান ছত্র বন্ধ করে
গরীব দেশে গবেষণা হোক।