দেখ কারে ঝাপসা চোখে,
পারবে কি চিনতে তুমি,
চেনা গণ্ডির অচেনা কে!
যে ঘর তুমি বেঁধেছিলে
থাকার লাগি সুখের খোঁজে,
সে যে আজ অচেনা হল
নতুন মুখের ভিড়ের চাপে।
বোঝা হয়ে আছ বেঁচে
সন্তানের মৃত্যু দেখে
ঝাপসা নয়নে তবু জল আসে,
অনুভূতি টা আছে বলে।
লাঞ্ছনা তে লাঞ্ছিত হয়ে
ঠেলা ঠেলির গুঁতো সয়ে
আজও যে আছ বেঁচে
বিধাতার অভিশাপ নিয়ে।
জীবন যদি ছোট হয়
স্থায়িত্ব টা মধুর হয়,
পালা যদি দীর্ঘ হয়
তাচ্ছিল্য তে শেষ হয়।
ক্ষণস্থায়ী ক্ষণজন্মা
মনের কোনে জায়গা পায়,
দীর্ঘস্থায়ী শিশির কণা
পায়ের তলায় মিলিয়ে যায়।